চ্যানেল খুলনা ডেস্কঃচুকনগরের গোলাবদহে প্রতিহিংসা পরায়ন হয়ে একাধিক ব্যক্তির মৎস্য ঘেরে লবণ পানি তুলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ৮/১০টি মৎস্য ঘেরের প্রায় ২০/২৫ মণ সাদা মাছ মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার গোলাবদহ গ্রামের প্রফুল্ল সরদারের পুত্র সুফল সরদার ও একই উপজেলার মুড়াবুনিয়া গ্রামের অমুল্য তরফদারের পুত্র অসীত তরফদার গোলাবদহ বিল পাশাপাশি মৎস্য ঘের মাছ চাষ করে।অসীত তরফদারের ঘেরটি উচু জমি এবং সুফল সরদারের ঘেরটি তুলনামূলকভাবে নিচু জমি হওয়ায় অসীত তরফদার শত্রুতামূলকভাবে প্রতিনিয়ত তার উচু জমিতে লবণ পানি তালায় দেয়। সেই পানি ভেড়ি চারায় অসীত তরফদারের ঘেরে প্রবেশ করে। এতে তার ঘেরে থাকা প্রায় ১০/১২মণ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে সাবাড় হয়ে গেছে। এছাড়া জ্যোতিষ মহলদারের পুত্র আনন্দ মহলদার, জনমন জয় মন্ডলরের পুত্র নারায়ন মন্ডল, নির্মল মহলদারের পুত্র দেব কুমার মহলদার, দয়াল সরদারের পুত্র বিমল সরদার, দিল্লিশ্বর মহলদারের পুত্র রবন মহলদারের প্রায় ৮/১০ সাদা মাছ একই কারণে মারা গেছে।এঘটনায় এভাবে লবন পানি তুলে মাছ মেরে দিয়ে ক্ষতি করার কারণ জানতে চাইলে অসীত তরফদার উল্টা তাদেরকে দেখে নেওয়ার হুমকী প্রদান করেন।
এব্যাপারে সুফল সরদার বলেন, অসীত মাষ্টার শত্রুতামূলকভাবে তার উচু ঘের লবণ পানি তুলে আমার প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে দিয়েছে। এতে তিনি ক্ষান্ত না হয়ে উল্টা আমাদের দেখে নেওয়ার হুমকী দিয়েছেন। তাই আমাদের বেঁচে থাকতে হলে তার বিরুদ্ধে মামলা করা ছাড়া পথ নেই। অসীত তরফদার এর ০১৯১৮-৩৮০৩১৫ নম্বর যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।


