বাগেরহাটের চিতলমারীর পূর্ণভূমি কলাতলায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত নায়েরী মায়ের মন্দিরে বার্ষিক মতুয়া মহা সম্মেলন ও মহৎসব অনুষ্ঠিত হয়েছে।
নায়েরী মাতা মন্দির কমিটির আয়োজনে সোমবার (১২ মে) দিনব্যাপী এ মতুয়া মহাসম্মেলন ও মহৎসব অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ১০ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির বর্তমান ছোট মা, মতুয়া সংঙ্ঘাধীপতি সীমাদেবী ঠাকুরানী।
অনুষ্ঠানে নায়েরী মাতা মন্দিরের সভাপতি বিধান গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরেশ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী শ্রী দেব্রত ঠাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের চিতলমারী উপজেলা শাখার সভাপতি অলোক কুমার বিশ্বাস, কলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী গাউসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ২৫ টি মতুয়া দল অংশগ্রহন করে।