বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের লক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলা যুবলীগের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ সঞ্চালণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, কাজী আবু শাহীন, জামাল মুন্সী প্রমুখ।এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করার জন্য নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। একই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুবলীগের কোন নেতা-কর্মী যদি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা চালায় তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


