চ্যানেল খুলনা ডেস্কঃ মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়বাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার ও সততার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ গৃহহীন কয়রা উপজেলা ও শ্যামনগর জনগণের মাঝে ৩১ মে ও ১ জুনের পরিবর্তে আগামী ৩ ও ৪ জুন ত্রাণ সামগ্রী বিতরণের দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কর্মসূচি দুদিন পিছিয়েছে খুলনা মহানগর বিএনপি।
শনিবার খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিন এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি