সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ঘুষ না দেয়ায় ঠিকাদারকে মারপিট | চ্যানেল খুলনা

ঘুষ না দেয়ায় ঠিকাদারকে মারপিট

যশোরের অভয়নগর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার ও সার্ভেয়ার গৌতমকে ঘুষ না দেয়ায় ঠিকাদারকে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার প্রতিবাদে প্রকৌশলী ও সার্ভেয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের ঠিকাদাররা।

মঙ্গলবার সকালে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক ইমদাদুল হক ইমু, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, আসলাম হোসেন বিশ্বাস, মতিয়ার রহমান গাজী, সদস্য অলিয়ার রহমান গাজী, মনিরুজ্জামান মনি, মনির, রওশনউজ্জামান টিটো, তালিম হোসেন, রাশেদুল হক রাসু, আনোয়ার হোসেন মোল্যা, আসলাম হোসেন খান, মোস্তফা কামাল, তরফদার এনামুল হাসান পলাশ, গোলাম জহিরুল হক লিখন, নাজমুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, মেসার্স শরিফুল ইসলাম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি ২০ লাখ টাকার একটি সড়ক নির্মাণের কাজ পায়। যে কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৩ জানুয়ারি ঠিকাদার রেজাউল ইসলাম সোহাগ উপজেলা প্রকৌশলী অফিসে ওই কাজের বিল আনতে যান। এ সময় প্রকৌশলী অফিসের সার্ভেয়ার গৌতম ওই কাজের প্রাক্কলিত ব্যয়ের পাঁচ শতাংশ টাকা ঘুষ দাবি করেন।

তারা বলেন, টাকা দিতে না চাইলে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদারের মদদে ক্ষিপ্ত হয়ে গৌতমসহ অন্যান্য কর্মচারীরা অফিসের চেয়ার দিয়ে ঠিকাদার সোহাগকে পিটিয়ে আহত করে। ঘটনা জানাজানি হলে ঠিকাদার সমিতির নেতারা আহত সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার জানান, তার ও সার্ভেয়ারের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ঠিকাদারদের অনৈতিক সুবিধা না দেয়ায় তারা অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল‍্যের পন্য জব্দ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ছেলে খুন, বাবা গুরুতর জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।