সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘুগরাকাটী বাজারে খুলনা-৬ আসনের প্রার্থীর নির্বাচনী পথসভা | চ্যানেল খুলনা

ঘুগরাকাটী বাজারে খুলনা-৬ আসনের প্রার্থীর নির্বাচনী পথসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের জয় মানেই হলো কয়রা-পাইকগাছার অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নের জয়। এই জয় কোন ব্যক্তির একক সাফল্য নয়, বরং এটি হবে এই জনপদের মানুষের দীর্ঘদিনের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত বিজয়।

শুক্রবার (২৩ শে জানুয়ারি) সকালে কয়রা উপজেলার ঘুগরাকাটী বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিনগর, মহারাজপুর ইউনিয়নের মাদার বাড়ি বটতলা বাজারে পথসভা ও অন্তাবুনিয়া বাজারে পথসভা, বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি ও কয়রা সদর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিলে নেতৃত্ব দেন।

ঘুগরাকাটী বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাগালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল হামিদ। বাগালী ইউনিয়নের কর্মপরিষদ সদস্য সরোয়ার হোসেনের পরিচালনার বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, কয়রা উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, যুব বিভাগের থানা সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ, যুব বিভাগের কয়রা সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

মাওলানা আবুল কালাম আজাদ উপকূলীয় এই অঞ্চলের সংকটের কথা তুলে ধরে বলেন, কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে অবহেলিত। প্রাকৃতিক দুর্যোগ আর অবকাঠামোগত অনুন্নয়ন আমাদের নিত্যসঙ্গী। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আমরা অবহেলিত উপকূলবাসীর ন্যায্য দাবি ও আশা-আকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আমি নিজেকে উৎসর্গ করার শপথ নিয়েছি। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আমরা একটি ইনসাফ কায়েম ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলব। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন এই সুযোগকে কাজে লাগাতে আমরা ঐক্যবদ্ধ হই। ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পথ প্রশস্ত করুন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই : নজরুল ইসলাম মঞ্জু

‘চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না’ : অধ্যাপক মাহফুজুর রহমান

৩০নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা

ঘুগরাকাটী বাজারে খুলনা-৬ আসনের প্রার্থীর নির্বাচনী পথসভা

আল্লাহ, রাসূল (সা.), ফেরেশতা, পরকাল ও তাকদিরে বিশ্বাসী কোনো মুসলমানকে কুফুরি বলার অধিকার কারও নেই

রাজনৈতিক প্রতিশ্রুতির নামে মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।