সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
গোলযোগ হয়নি, ভেতরে ইঞ্জিনিয়ারিং হল কি না দেখতে হবে: তৈমুর | চ্যানেল খুলনা

গোলযোগ হয়নি, ভেতরে ইঞ্জিনিয়ারিং হল কি না দেখতে হবে: তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরণের গোলযোগ না হলেও ভেতরে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা তা দেখতে হবে বলে মন্তব্য করেছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলী খন্দকার। রবিবার নির্বাচন শেষে ভোট গণনা চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে,সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‍নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জনগণ আমার পক্ষে আছে, হাতির পক্ষে আছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।”
ভোটের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে নাসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, “আপাতত ভাল দেখছি পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। একটি কেন্ত্র ছাড়া সবগুলোতে এজন্ট দিতে পেরেছি। ভোটগ্রহণ ও গণনা শেষে ভোটের পরিবেশ সম্পর্কে বলা যাবে।”

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটির মেয়র হওয়ার আশায় দলীয় নির্দেশ অমান্য করেই হাতি প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ হারানো অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে দলের নির্দেশে ভোট থেকে সরে দাঁড়ান। তবে এবার মরে গেলেও ভোট মাঠ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী রয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এ দুইজন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও পাঁচজন। মেয়র পদে অন্যরা হলেন— খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস, কামরুল ইসলাম স্বতন্ত্র।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চিকিৎসককে মারধরের অভিযোগ: স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক রনির বিরুদ্ধে মামলা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

শেরপুরে সাংবাদিকের ওপর চোরাকারবারিদের হামলা, গ্রেপ্তার ৩

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

গোপালগঞ্জে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।