সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
গাজিরহাটের মহিষদিয়ায় প্রবাসী পরিবারের সদস্যদের ভীত সশস্ত্র অবস্থায় দিন কাটছে | চ্যানেল খুলনা

গাজিরহাটের মহিষদিয়ায় প্রবাসী পরিবারের সদস্যদের ভীত সশস্ত্র অবস্থায় দিন কাটছে

দুর্বৃত্তদের হামলা, ঘরবাড়ি  ভাংচুর, চাঁদাবাজি, লুটপাট, এলাকায় সশস্ত্র মহড়ার কারণে ভীত সশস্ত্র হয়ে পড়েছে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের  মহিষদিয়া গ্রামের অনেক প্রবাসী পরিবারের সদস্যরা। দুর্বৃত্তদের ভয় এবং আতঙ্কে ভুক্তভোগী পরিবারগুলো থানায় অভিযোগ দিতেও  সাহস পাচ্ছে না। এ কারণে বসতভিটা ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয় নিয়েছে অনেকে।

মহিষদিয়া গ্রামের মুরাদ শেখের পুত্র ফ্রান্স প্রবাসী রুবেল শেখ এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, আমাদের গ্রামে অনেক প্রবাসী রয়েছে। যাদের বাড়িতে হামলা, লুটপাট, বসতবাড়ি ভাঙচুর, চাঁদা দাবি করছে। তিনি বলেন এলাকার কিছু চিহ্নিত লোক ৫ আগস্টের ঘটনা প্রবাহের পর থেকে এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি করছে। একই চক্রটি  সড়কের পাশের বড় বড় গাছ কেটে লুটপাট করেছে। আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এমন এলাকার নিরীহ মানুষগুলোও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। দুর্বৃত্তরা আমার বাড়ির ৩০ বস্তা ধান লুট করে নিয়ে গেছে। মালয়েশিয়া প্রবাসী কাইয়ুম আলীর বসতবাড়ির গোয়াল থেকে ৩ টি গাভী, সিঙ্গাপুর প্রবাসী রাসেল শেখের বাড়িতে চাঁদা  দাবি, গোয়াল ঘর তৈরির জন্য ক্রয়কৃত নতুন টিন লুট, বাড়ির হাঁস মুরগি লুট, ঘরের ফার্নিচার লুটসহ বাড়ি ভাঙচুর করে। সৌদি প্রবাসী মিনাজ শেখের ঘেরের মাছ লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, এ সকল প্রবাসী পরিবারের সদস্যরা ভয় এবং আতঙ্কে থানায় গিয়ে অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে আমরা  মহিষদিয়া গ্রামের প্রবাসীরা আমাদের পরিবার পরিজনের  নিরাপত্তার জন্য এলাকায় দায়িত্ব রত সেনাবাহিনীসহ প্রশাসনের দ্রুত  হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে গাজীরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে  আমাকে কয়েকজন ফোন দিয়েছে। প্রথম অবস্থায় আমরা তো এলাকায় ছিলাম না। আমরা এখনও পূর্বের ন্যায় কার্যক্রম শুরু করতে পারেনি। জনবল সংকট রয়েছে। ৫/৬ করে আমরা এলাকায় ডিউটি দিচ্ছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি আমরা দেখবো।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : এড. মনা

কেডিএ চেয়ারম্যানের খুলনা আর্মি ইউনিভার্সিটি পরিদর্শন

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।