সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে ট্রাম্পের দূত | চ্যানেল খুলনা

গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে ট্রাম্পের দূত

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার সরেজমিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনে যাবেন।

হোয়াইট হাউস জানায়, তারা গাজার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি করবেন।

পরিদর্শনের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি অবহিত করা হবে। গাজায় দুর্ভিক্ষ ও ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজারো মানুষের মৃত্যুর খবরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্যের জন্য ভিড় জমানো লোকেদের ওপর হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ।

এর আগের দিন ইসরায়েলি হামলায় আরও ৫০ জনের মৃত্যু এবং অনাহারে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তারা বলছে, এখন পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন অন্তত ১৫৪ জন, যাদের মধ্যে ৮৯ জনই শিশু।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্পের দূত বলেন, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, যা নেতানিয়াহুর অস্বীকারের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন।

জাতিসংঘসহ স্বতন্ত্র পর্যবেক্ষকরা অনেক আগেই সতর্ক করেছিলেন, অবরোধ ও ত্রাণ প্রবেশে বাধায় গাজায় দুর্ভিক্ষ অনিবার্য। এবার তারা বলছেন, দুর্ভিক্ষ এখন বাস্তবতা।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল। এর আগে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড একই ঘোষণা দেয়। এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

ফ্রান্সও সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে।

এদিকে জারুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, গাজার মানবিক বিপর্যয় কল্পনার বাইরে। তিনি ইসরায়েলকে দ্রুত ও নিরাপদভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, আমার ধারণা, আজ তা কিছুটা হলেও বোঝা গেছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় দেড় লাখ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

জেন–জি আন্দোলনে নিহতরা ‘শহীদ’, পরিবার পাবে ১০ লাখ রুপি: নতুন প্রধানমন্ত্রী

এবার উত্তাল ফ্রান্সে ২ লাখ মানুষের বিক্ষোভ, অগ্নিসংযোগ–ভাঙচুর

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

নেপালে জেন-জি আন্দোলন: ১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের নির্বিচার গুলি, নিহত বেড়ে ১৪

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।