গত ৫ নভেম্বর দিবাগত রাতে কে বা কাহারা যশোর সদর উপজেলার ১নং হৈবাতপুর ইউনিয়নের হাইস্কুল রোড, বারীনগর বাজারের মোঃ সামসুল আলম, পিতাঃ মুন্সি আব্দুস সামাদ এর জমিতে প্রবেশ করিয়া ১১৩ টি জীবন্ত লিচু গাছ উপড়ায়ে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত শামসুল আলম জানান আমার পূর্ব শত্রুতার জের ধরে জমিতে প্রবেশ করিয়া প্রতিহিংসার কারনে আমার জমি হইতে বর্নিত লিচুগাছ গুলি উপড়াইয়া ক্ষতি করিয়াছে ।
প্রকাশ থাকে যে, গত ২০/২২দিন পূর্বে তার জমির পাশের জমির মালিক মোঃ আবুল কাশেম আমাকে বলেন, তুমি জমিতে লিচুগাছ লাগাইয়া আমার জমির ফসলের ক্ষতি করিতেছো । অর্থাৎ আমার প্রতিবেশী লিছুগাছ লাগানো ভালভাবে নেয়নি। ধারনাকরা যায়, উক্ত মোঃ আবুল কাশেম সহ আমার জমির আশেরপাশের জমির মালিক গন তাহাদের সহযোগীদের সহায়তায় প্রতিহিংসার কারনে এই ঘটনা সংঘটিত করিয়াছে। ৬ নভেম্বর সাড়ে ১২ টার সময় লোকমুখে সংবাদ পাইয়া আমি ও আমার বাড়ীর লোকজন জমিতে যাইয়া আমার জমি হইতে ১১৩টি সমস্ত লিচু গাছ উপড়ানো দেখি।
এ ব্যাপারে শামসুল আলম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। যশোর কোতোয়ালি থানার ওসি জানান ঘটনাস্থল পরিদর্শন করিয়েছেন এবং দোষীদের খুঁজে বেরকরে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।


																	