মহানগরীর গল্লামারী মোড়ে সড়কের জমিতে তৈরি করা অবৈধ বাজার ও দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার সকাল ১০টার থেকে অভিযান শুরু হয়। সড়ক বিভাগের বুলডোজার, প্লেলোডার ও বড় স্কেভেটরসহ প্রায় দুই ডজন শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেয়। অভিযানে গলমারী সেতুর দুই পাশের ১৭২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।
সড়ক ও জনপদের এস্টেট ও আইন কর্মকর্তা পিযুস চন্দ্র দে বলেন, গল্লামারী ব্রিজকে কেন্দ্র করে দুইপাশের ১.২০ কিঃমিঃ রাস্তা উদ্ধার করেছি। আমরা কাঁচা-পাকা, আধা-পাকা এবং টিনসেড মিলিয়ে প্রায় ১৭২টি স্থাপনা
অপসারণ করেছি। খুলনার মানুষের প্রাণের দাবিকে কেন্দ্র করে আমাদের এই কাজটি করতে হচ্ছে। ব্রিজের কাজ যখন চলবে, মালামালগুলো রাখার জন্য প্রচুর জায়গার দরকার হবে। সেসময় যেন যাত্রীরা নির্বিঘেœ চলাচল করতে পারে।
অভিযান চালাতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না এ বিষয়ে তিনি বলেন, খুলনার মানুষ খুবই ভালো। তারা আমাদের নানান ভাবে সাহায্য করছে। আমি খুলনার এইসব মানুষদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে যারা দোকানদার বা এইসব ভবনের মালিক তাদের, কেন না আমাদের এই অভিযান পরিচালনায় তারা বাধা প্রদান না করে আমাদের কাজে সাহায্য করেছে।
গলামারী বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিনের দাবি, গলামারী ব্রিজ যাতে দ্রুত হয় তার জন্য আমরা মার্কেট মালিকদের অনুরোধ করেছি অবৈধ স্থাপনাগুলো সরানোর। আমাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত করতে বেশ অসুবিধা হয়। বাকি কাজগুলো করতে যাতে কোনো সমস্যা না হয় এই দাবী আমাদের।
সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার এবং আজ সোমবার চলবে এই অভিযান। প্রয়োজন হলে অভিযানের সময় আরও বাড়ানো হবে। এই অভিযানের পূর্বে বিভিন্ন সময় জনগণকে সতর্ক করা হয়েছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীরা নানা ভাবে সহযোগিতা করছে।