২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় এক মৌন মিছিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নগরীর শিববাড়ির জিয়া হল চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দেশব্যাপী প্রতিটি বিভাগে বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি এবং এর গভীর রাজনৈতিক তাৎপর্যের কারণে এবারের স্মরণ কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলস্থলে যোগ দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা পূর্ব ঘোষিত মৌন মিছিলে অংশ নেন। মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর ময়লাপোতা হয়ে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।