
আগামী ত্রয়দেশ জাতীয় সংসদ নর্বিাচন উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে হাতপাখা প্রতীকরে নর্বিাচন পরচিালনা কমটিরি উদ্যোগে মতবনিমিয় সভা অনুষ্ঠতি হয়ছে।
সোমবার (১৯ জানুয়ারী) বকিাল ৪টায় পাইকগাছা প্রসেক্লাবে আয়োজতি মতবনিমিয় সভায় ইসলামী আন্দোলন বাংলাদশে পাইকগাছা উপজলো শাখার সভাপতি মুফতি আহমাদ আলীর সভাপতত্বিে এবং উপজলো সক্রেটোরি হাফজে মোঃ মইনুদ্দীন এর সঞ্চালনায় সভায় প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে ইসলামী আন্দোলন বাংলাদশে খুলনা জলো শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ ইমরান। প্রধান বক্তা হসিবেে বক্তব্য রাখনে খুলনা-৬ আসনরে হাতপাখার সংসদ সদস্য পদর্প্রাথী হাফজে আসাদুল্লাহ আল গালবি।
বশিষে অতথি হিসেবে উপস্থতি ছলিনে ইসলামী যুব আন্দোলন বাংলাদশে-এর কন্দ্রেীয় সাংগঠনকি সম্পাদক এম. এ. হাসবি গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদশে খুলনা জলো শাখার সম্মানতি সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বনি হাসান এবং জলো সক্রেটোরি এস এম রজোউল করমি সরদার।
এছাড়াও উপস্থতি ছলিনে ইসলামী আন্দোলন বাংলাদশে পাইকগাছা উপজলোর সহ- সভাপতি মাওলানা কাবরি হোসাইন, কয়রা উপজলো শাখার সক্রেটোরি শাহনিুর রহমান, পাইকগাছা উপজলো শাখার জয়ন্টে সক্রেটোরি এম. এম. সাব্বরি আহমদে, সাংগঠনকি সম্পাদক মোঃ ইকবাল হোসনে মুকুল,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদশে পাইকগাছা উপজলো শাখার সভাপতি মোঃ মনিারুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মাহফুজুর রহমান, পৌর সভাপতি হাফজে হোসাইন মোহাম্মদ নাঈম ও সক্রেটোরি হাফজে নাঈম হাসানসহ বভিন্নি ইউনয়িন ও ওর্য়াড এর র্সবস্তররে নতেৃবৃন্দ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নর্বিাচনকে সামনে রখেে সাংগঠনকি প্রস্তুতি জোরদার, দাওয়াতি র্কাযক্রম সম্প্রসারণ এবং সাধারণ জনগণরে সাথে সম্পৃক্ততা বৃদ্ধরি বষিয়ে গুরুত্বর্পূণ আলোচনা ও দকিনর্দিশেনা প্রদান করা হয়।


