
খুলনা- ৪ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ির প্রার্থী খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন- এর পক্ষে রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ.স. ম. জামসেদ খন্দকার- এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
উপস্থিত ছিলেন খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি ও খুলনা- ৩ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এফ এম হারুনর রশীদ, জেলা সাধারণ সম্পাদক ও খুলনা- ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও খুলনা- ২ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এডভোকেট শহিদুল ইসলাম, রূপসা উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, তেরখাদা উপজেলা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জেলা সহ সভাপতি মাওলানা সালাহুদ্দীন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ সাজ্জাদ হোসেন, মহানগর সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইমদাদুল্লাহ আজমী, জেলা বায়তুলমাল সম্পাদক মো. মামুনুর রশীদ, মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, দিঘলিয়া উপজেলা সাধারণ সম্পাদক ক্বারী শেখ মিজানুর রহমান, দিঘলিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল প্রমুখ।


