সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা | চ্যানেল খুলনা

খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল বারী হেলাল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) ইশতেহারে তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলাভিত্তিক মোট ৭৪টি উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।

ইশতেহার ঘোষণায় আজিজুল বারী হেলাল বলেন, নদী ও প্রকৃতিবেষ্টিত এই জনপদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান এবং একটি সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক খুলনা-৪ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, শিল্পায়ন ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভৈরব নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ, অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতুর কাজ সম্পন্ন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং রূপসা উপজেলায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি রূপসা ফেরিঘাটকে টোলমুক্ত করা ও সেখানে আধুনিক পরিবহন স্ট্যান্ড নির্মাণের কথাও বলা হয়।

স্বাস্থ্য খাতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, রূপসায় ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা খাতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও লাইব্রেরি স্থাপন এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র চালুর পরিকল্পনা তুলে ধরা হয়।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইপিজেড স্থাপন, আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, কোল্ড স্টোরেজ, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট এবং ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার কথা উল্লেখ করা হয়। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ-সার, আধুনিক কৃষি প্রযুক্তি এবং সহজ শর্তে ঋণের প্রতিশ্রুতিও রয়েছে।

এছাড়া ইশতেহারে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইশতেহার ঘোষণার শেষে আজিজুল বারী হেলাল বলেন, খুলনা-৪ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদে রূপান্তর করতেই তিনি এসব পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম, আছাফুর রহমান, আশরাফুল ইসলাম নুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, আবু সাঈদ, সেতারা সুলতানা, গোলাম ফারুক, শেখ আবু সাঈদ, ফখরুল ইসলাম চৌধুরী, শরিফ নাইমুল ইসলাম,আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল,খালেদা পারভিন সিনথিয়া, শিহাবুল ইসলাম সিহাব।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কয়রা-পাইকগাছাকে উন্নয়নশীল অঞ্চলে প্রতিষ্ঠা করা হবে

খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ব্যবসায়ীরা চাঁদা দিলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়: মঞ্জু

গ্রাহকের স্বপ্নের ঠিকানায় আরও এক ধাপ: এস এন প্যালেস ১৩ নির্মাণ কাজের উদ্বোধন

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।