সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষিকার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুড়-শ্বাশুড়ী; থানায় জিডি | চ্যানেল খুলনা

খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষিকার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুড়-শ্বাশুড়ী; থানায় জিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষিকা ও তালাক প্রাপ্ত পুত্র বধুর নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শ্বশুড়-শ্বাশুড়ী। ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলা কালিকাপুর গ্রামে। এ ঘটনায় আতংকিত শ্বশুড় রুহুল আমিন গাজী বাদী হয়ে কয়রা থানায় জিডি করেছেন। যার নং-৬১৪, তাং-১৭/৬/২০ইং। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, এমনই খবর তাকে অবগত করা হয়েছে। জিডি তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
জিডিতে উল্লেখ করা হয়, রুহুল আমিন গাজীর ছেলে ইয়াছিন আলী খুলনা নগরীতে সরকারি মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একই সাথে তিনি খুলনার খালিশপুরে ভাড়াবাসায় বসবাস করেন। ২০১৫ সালে ইয়াছিন আলী পিতার অমতে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করে খুলনায় বসবাস করে আসছেন।
গত ঈদুল ফিতরের ছুটিতে ছেলে ইয়াছিন বাড়িতে আসে। এ সুযোগে বউ মা মংলায় বাবা বাড়ি চলে যায়। কয়েক দিন পর গত ১৮ মে আমার ছেলে বউ জান্নাতুল ফেরদৌস কয়রায় তার বাড়িতে এসে অসামাজিক কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে রুহুল আমিন গাজী জানতে পারেন, তার ছেলে গত ১৯ মার্চ তার বউমাকে তালাক দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি ছেলেকে বকাঝকা করলে সে পরের দিন কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে ছেলের মোবাইল নাম্বার বন্ধ রয়েছে।
এদিকে তালাকপ্রাপ্ত বউ মা রুহুল আমিন গাজীর বাড়িতে অবস্থান করায় তারা শারিরীক ও মানুষিক নির্যাতনের পাশাপাশি সামাজিকভাবে মারাত্নক হেয় প্রতিপন্ন হচ্ছেন। এমন কি বউমা নিজের ক্ষতি নিজে করে রুহুল আমিন গাজীর পুরো পরিবারকে শেষ করে দেয়ার হুমকি দিয়েছে। এতে করে বৃদ্ধ শ্বশুড়-শ্বাশুড়ি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। অবিলম্বে তালাকপ্রাপ্ত বউমাকে তার বাড়ি থেকে অন্যত্র স্থানান্তরের জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন এই ভুক্তভোগী শ্বশুড়। এছাড়াও বিগত দিনে পুত্র বধুর উচ্ছৃংখল আচরণের কারণে তিনি পূর্বেও পুত্রবধুর নামে কয়রা থানায় জিডি করেন।
শিক্ষক ইয়াছিন আলী জানান, নানা ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত থাকার কারণে জান্নাতুল ফেরদৌসকে একাধিকবার তালাক দেয়া হয়। সে আমার বৃদ্ধ পিকা-মাতাকে নানাভাবে লাঞ্চিত করেছে। সে পারকীয়া জড়িত। আমিসহ আমার পরিবার তার অত্যাচারে অতিষ্ঠ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।