খুলনা জাগ্রত তরুণ সংঘের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে শুক্রবার বিকাল ৪টায় পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা প্যানেল ঘোষণা করা হয়। নগরীর, বি,কে ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল এর অডিটরিয়ামে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: রায়হান তামিম এর সভাপতিত্বে কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেডিএস এর চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শিমুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা টাইমস এর বার্তা সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এস এম নুর হাসান জনি।
কমিটির উপদেষ্টারা হলেন, মাইটিভি খুলনার বিভাগীয় প্রধান শিশির রঞ্জন মল্লিক, মরিয়াম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান হক্কানি, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, খুলনা বি কে ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো: আহাদ খান, বাংলাদেশ সেনাবাহিনীর অব: ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, রোটারিয়ান ও সমাজসেবক এস এম মনির হোসেন।
উপস্থিত ছিলেন, সংগঠনের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক শাখরান জামিল।
আরো উপস্থিত ছিলেন ওস্তাদুল ইসলাম অশ্রু,আকাশ মল্লিক, খালিদ হাসান রুহান, মাহমুদুল হাসান হৃদয়, আম্মার হুসাইন, মো:খালিদ সাইফুল্লাহ, অলিউর রহমান মিরাজ, আজিজুল ইসলাম, মো: রাকিবুল ইসলাম, শুভ ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।