সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় শিশু শুভ হত্যায় যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় শিশু শুভ হত্যায় যুবক গ্রেফতার

নগরীর সোনাডাঙ্গায় ১১ বছরের শিশু শুভ হাওলাদার হত্যা ঘটনায় মোঃ জাহিদ(১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। জাহিদ সোনাডাঙ্গার ময়লাপোতা বস্তির ইউসুফ বেপারীর ছেলে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গার হাফিজ কমিশনারের বাড়ির ভাড়াটিয়া ইব্রাহিম হাওলাদার ও ঝুমুর বেগমের ছেলে শুভ হাওলাদার (৯), তাঁর খালার বাড়িতে খেলা করার জন্য যায়। সেখান থেকে সে ময়লাপোতা বস্তির দিকে খেলতে যাওয়ার পর যথাসময়ে নিজ বাড়িতে ফেরত না আসায় ভিকটিমের পরিবার তাকে খোঁজাখুঁজি করতে থাকে। অতঃপর একই দিন সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা আবাসিক ২য় ফেজ, রোড নং-১৪, হোল্ডিং নং-৩৭, এর পিছনে খালি প্লট নং-৩৬ এর হোল্ডিং নং-৩৭ এর সীমানা প্রাচীরের পাশে ঝোপের মধ্যে ভিকটিম এর লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের খালা নাজমিন ঘটনাস্থলে গিয়ে তার বোনের সন্তান শুভ হাওলাদার এর লাশ বলে শনাক্ত করে। এ ঘটনায় শুভর মা ঝুমুর বেগম বাদী হয়ে ৭জনের নামে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
হত্যার পর থেকেই র‌্যাব-৬ ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌসক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর “শুভ হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ জাহিদ সোনাডাঙ্গা থানা এলাকায় আত্নগোপন করে আছে। আভিযানিক দলটি একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ময়লাপোতা মেথরপট্টি কমান্ডার গলি থেকে জাহিদকে গ্রেফতার করে। পরে তাঁকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে মাদক ব্যবসার তথ্য জেনে ফেলায় নির্মম হত্যার শিকার হয়েছে শিশু শুভ বলে স্থানীয়রা অভিযোগ করেছে। এ ঘটনার জের ধরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ময়লাপোতা বস্তিতে মাদক ব্যবসায়ীদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা অবিলম্বে মাদক কারবারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী গ্রেপ্তার : পিস্তলের কার্তুজ ও নগদ অর্থ উদ্ধার

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।