সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় যুবদল নেতা আ.লীগে, কেন্দ্রে অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনায় যুবদল নেতা আ.লীগে, কেন্দ্রে অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরের খানজাহান আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুন্সি মনিরুজ্জামান মুকুলকে আওয়ামী লীগের থানা কমিটির সদস্য পদ দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর স্থানীয় নেতাকর্মীরা লিখিত অভিযোগ দিয়েছেন।

খুলনার খানজাহান আলী থানার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল আহম্মেদ ও সাধারণ সম্পাদক এসএম জাহিদ হাসান জাকির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বিষয়ে এ অভিযোগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

লিখিত ওই অভিযোগের সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তিনি রাজপথে শ্লোগান দিয়ে যুবদলের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিতেন। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতেন রাজপথে। ২০১৫ সালের ১৪ জুলাই আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা মুন্সি মনিরুজ্জামান মুকুল। স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘যুবদল নেতা মুকুল আওয়ামী লীগে যোগদান করলেও বিএনপি নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেন। সর্বশেষ ২০১৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রকাশ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে থাকলেও গোপনে বিএনপির হয়ে কাজ করেছেন।’

কেন্দ্রে পাঠানো স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অভিযোগপত্র
খানজাহান আলী থানা আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি শাকিল আহমেদ বলেন, ‘মুকুল বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের পরপরই দলে গ্রুপিং তৈরি করেন। এতে করে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আ.লীগ সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘মুন্সি মনিরুজ্জামান মুকুলের পিতা মুন্সি জহুরুল হক স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদের হয়ে কাজ করেছেন। এলাকায় তিনি বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত।’

মুন্সি মনিরুজ্জামান মুকুল সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘আমাকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। আগে আমি একটি মতাদর্শের ছিলাম। সেখান থেকে তিন বছর আগে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করি। আমার বিরুদ্ধে একটি পক্ষ চক্রান্তে লিপ্ত।’

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আবিদ হোসেন বলেন, ‘তিনি বিশেষ সুবিধা নিতে দলে অনুপ্রবেশ করেছেন কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

নগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘ত্যাগী ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা কর্মীদের মাঝে কোনো অনুপ্রবেশকারী নেতা কর্মীকে স্থান দেয়া হবে না।’

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেফতার

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।