সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় বঙ্গবন্ধু বইপড়া আন্দোলন পাঠক ফোরামের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় বঙ্গবন্ধু বইপড়া আন্দোলন পাঠক ফোরামের উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বইপড়া আন্দোলন’-এর পাঠক ফোরামের উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পাঠক ফোরামের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জ্ঞানভিত্তিক জাতি গঠনে বইপড়ার কোন বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে মানুষের গুণাবলির বিকাশ ঘটে। বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় তার প্রভাব মানুষের জীবনব্যাপী থাকে। ফেসবুক বা সোস্যাল মিডিয়া বইয়ের বিকল্প হতে পারে না। বক্তারা তরুণ প্রজন্মকে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ দেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বঙ্গবন্ধু বইপড়া আন্দোলনের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, স্বাধীনতা পদকে মনোনীত কবি ও সাহিত্যিক এসএম রইজ উদ্দিন আহম্মদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুন নেছা, কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, শিক্ষাবিদ ড. সৈয়দা লুৎফুন নাহার ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবীর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত জানান বইপড়া আন্দোলনের প্রধান সমন্বয়ক এএইচএম জামাল উদ্দীন।

পরে প্রধান অতিথি পাঠক ফোরামের সদস্যদের মাঝে বই বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।