সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার | চ্যানেল খুলনা

খুলনায় জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার

চ্যানেল খুলনা ডেস্কঃ সাংবিধানিকভাবে রাষ্ট্রের মালিক দেশের ১৬ কোটি মানুষ। ভূমি অফিস জনগণের অফিস। দূর-দূরান্ত হতে আগত সেবা প্রত্যাশীদের কষ্ট বুঝতে হবে ও ভাল ব্যবহার করতে হবে। ভূমি মন্ত্রণালয়ে অর্থের বিনিময়ে কোন কাজ হয় না।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী আজ (বুধবার) বিকেলে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে জনগণকে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মুজিববর্ষে ভূমিসেবা প্রদানে অনিয়ম ও দীর্ঘসূত্রিতা চলবে না। ভূমি জরিপ ব্যবস্থাকে আধুনিক করা হয়েছে। মানুষ ঘরে বসেই হয়রানি ছাড়া জমির পর্চা পাচ্ছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। অন্যান্যের মধ্যে খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার কালাচাঁদ সিংহসহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জেলার ভিপি/এপি, খাসজমি, জলমহাল ও হাট-বাজারের ডাটাবেজের মোড়ক উম্মোচন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।