সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় ইউপি চেয়ারম্যানের বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

খুলনায় ইউপি চেয়ারম্যানের বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার ডুমুরিয়ায় চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে প্রতারণা, করোনাকালে ত্রানে বিতরণে অনিয়ম ও দুর্নীতিগ্রস্থ আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ কুমার রায়কে বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাসস্ট্যান্ডে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারমান প্রতাপ কুমার রায়ের অনিয়ন-দূর্নীতির বিরুদ্ধে প্লাকার্ড তুলে ধরে শ্লোগান দেয়া হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে চুকনগর পৌরসভা বাস্তবায়ন কমিটির আহ্বাবায়ক জাকির হোসেন মিল্টনের সভাপতিত্বে বক্তৃতা করেন যুবলীগ নেতা এস এম কামাল হোসেন, মিজানুর রহমান, গাজী আক্তারুজ্জামান লিটন, নাজমুল ইসলাম বাবু, ইমরান শেখ, সবুজ খান, ইয়াসিন বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা অভিযোগ করেন ২০১৭ সালে ডুমুরিয়ার ০৫ নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায় চেয়ারম্যান নির্বাচিত হয়। এর পর বেপরোয়া অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই ডুমুরিয়া মহিলা মডেল কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির জন্য নেওয়ার ১৫ লাখ ৯০ হাজার টাকা ঘুষের ১০ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে।

এছাড়া আরো অনেক চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি না দিয়ে প্রতারণা করেছেন। একই সাথে করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী তিনি গরীব অসহায়দের মাঝে বিতরণ না করে দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছে।

তার এই ঘুষ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। মানববন্ধনে ঘুষ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায়কে বহিস্কার ও তার কঠোর শাস্তির দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।