সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শেষ হলো ৩য় কোস্টাল ওয়াটার কনভেনশন ২০২৬ | চ্যানেল খুলনা

খুলনায় শেষ হলো ৩য় কোস্টাল ওয়াটার কনভেনশন ২০২৬

উপকূলীয় পানি ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নীতি, গবেষণা ও নাগরিক উদ্যোগের সমন্বয়ে অনুষ্ঠিত ৩য় কোস্টাল ওয়াটার কনভেনশন ২০২৬ আজ খুলনায় শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নগরীর সিএসএস আভা সেন্টারে।

সমাপনী দিনে পাঁচটি বিষয়ভিত্তিক সেশন শেষে ক্লোজিং প্লেনারিতে সম্মেলনের আলোচনার ভিত্তিতে প্রণীত ১২ দফা ‘খুলনা ঘোষণা’ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। ঘোষণা পাঠ করেন কনভেনশন কমিটির সদস্য সচিব ও AOSED-এর নির্বাহী পরিচালক শামীম আরফিন।

ঘোষণায় উপকূলীয় অঞ্চলে পানি ন্যায্যতা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়।

সমাপনী অধিবেশনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। বিভিন্ন সেশনের সারসংক্ষেপ তুলে ধরেন কোস্টাল ভয়েস অব বাংলাদেশের আবু হানা মোস্তফা জামাল, ডর্পের মোহাম্মদ জোবায়ের হাসান, ওয়াশ বিশেষজ্ঞ মো. জাহিদুর রহমান ও কুয়েটের ড. তুষার কান্তি রায়।

খুলনা ঘোষণার ওপর মতামত প্রদান করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের থিমেটিক লিড তামান্না রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর সহকারী পরিচালক রৌফা খানম, ডর্পের উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের হাসান এবং আইসিসিএডি-এর ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক।

সমাপনী বক্তব্যে ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম বলেন, এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ওয়াটার কনভেনশন ২০২৮ সফল করার জন্য এখনই কার্যকর প্রস্তুতি প্রয়োজন।

খুলনা ঘোষণার মাধ্যমে সম্মেলনটি উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ন্যায়ভিত্তিক, টেকসই ও সহনশীল পানি ব্যবস্থাপনার আহ্বান জানিয়ে শেষ হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছে, তারা দুর্নীতি টিকিয়ে রাখতে চায় : গোলাম পরওয়ার

খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জু

লক্ষাধিক কর্মসংস্থান ও বেকারমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার : রকিবুল ইসলাম বকুল

ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে গড়তে হলে সামজিক ও পরিবেশ সচেতন করে গড়ে তুলতে হবে

খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

খালিশপুরের ১১ ও ১২ নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থী আউয়ালের গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।