সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট | চ্যানেল খুলনা

খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট

খুলনার একটি অভিজাত হোটেলে যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্টস প্রোটেকশন কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় সোমবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারী, কিশোরী ও সাংবাদিকদের তথ্যের প্রবেশাধিকার এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া বিষয়ভিত্তিক জরিপের তথ্য উপস্থাপন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও সিএমকেএস-এর নির্বাহী পরিচালক আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ধ্রুব-এর নির্বাহী পরিচালক মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হেলথ অফিসার ডা. শরিফ সাম্মাউল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আরল কালাম আজাদ, বিভাগীয় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা তরুণ কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সাজিদ আফরিন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্টস প্রোটেকশন কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে, সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক মো. সুমন আহমেদ, দৈনিক প্রথম আলোর রিপোর্টার উত্তম কুমার, এটিএন নিউজের খুলনা বিভাগীয় প্রধান এম. ডি. এ. অসীম এবং কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবির।

অনুষ্ঠানে আইনজীবী, উন্নয়নকর্মী, সুবিধাভোগীসহ ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

দলের দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে থেকেছে, তারা বিএনপির কেউ না

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা

সাত দফা দাবিতে মাস্টাররোল ও আউটসোর্সিং কর্মচারীদের খুলনা সওজ ‘র নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান

কুয়েটে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।