সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী | চ্যানেল খুলনা

খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৫ মে) বিকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার বিকল্প নেই। নিজস্ব প্রযুক্তি ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতি তত বেশি শক্তিশালী। আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে। প্রযুক্তির যে অভুতপূর্ব পরিবর্তন হয়েছে তার অবদান হলো বিজ্ঞান। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান মেলার প্রচার ও প্রসার বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’।

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও সেমিনারের আয়োজন করা হয়। মেলায় খুলনা জেলার ৪৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনার গভর্নিং বডির এডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত

কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়া হোক

খুবির বিজিই ডিসিপ্লিনে সিনথেটিক বায়োলজির উপর সেমিনার অনুষ্ঠিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় খুলনায় ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।