
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি যুবকদের আগামীর বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান। তিনি বলেন, ৫ আগস্টের বিজয় লাভের পর একটি সুন্দর ও বসবাসযোগ্য দেশ তৈরিতে তরুণ এবং যুবকদের ভূমিকা পালন করতে হবে। দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি বলেন, ক্রিকেট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ সমাজের জন্য গড়ে উঠবে সুস্থ ও সুন্দর পরিবেশ। আমি চাই, এখান থেকেই বের হয়ে আসুক দেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় নগরীর খালিশপুরস্থ পিপলস জুট মিলস পাঁচতলা কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মহানগরী ব্যাপী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী। এ ছাড়া আব্দুস সালাম, জাহিদুর রহমান নাইম, হামীদুল ইসলাম খান, মাওলানা মহিউদ্দিন, আরিফ বিল্লাহ, আব্দুল জলিল হিমেল, কাজী বায়েজিদ, আমিনুর রহমান, আমিনুর রহমান, জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান জুনায়েদ, ইমদাদ হোসেন, অধ্যাপক ওয়ালিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
৪৬ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় ১২ নং ওয়ার্ড বনাম ৭ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ১২ ওভারের খেলায় ১২ নং ওয়ার্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৯২ রান করে, জবাবে ৭ নং ওয়ার্ড ৭ উইকেট হারিয়ে ৭০ রান করে। ফলাফল ১২ নং ওয়ার্ড ২১ রানে জয় লাভ করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই প্রতিবছর এভাবে খেলার আয়োজন হোক। এতে এলাকার তরুণরা খেলাধুলায় আগ্রহী হবে, একদিকে যেমন স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে অপরাধ প্রবণতাও কমবে।


