সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় কমিউনিটি ফোরাম প্রকল্পের সূচনা সভা | চ্যানেল খুলনা

খুলনায় কমিউনিটি ফোরাম প্রকল্পের সূচনা সভা

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সরকারের সহিত সহযোগিতা, সেবামূলক কার্যক্রম, নাগরিক অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘কমিউনিটি ফোরাম’ প্রকল্পের সূচনা সভা আজ সোমবার (১৪ জুলাই) সকালে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান সভাপতিত্ব করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। এই সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করে যেতে হবে। প্রতিটি ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি করতে হবে।

সভায় জানানো হয়, এ প্রকল্পটি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নির্ধারিত ২৪টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ওয়ার্ড কমিটিতে ৪০জন সদস্য রয়েছেন। ২৪টি ওয়ার্ডে ২৪টি যুব কমিটি গঠন করার কাজ অব্যাহত রয়েছে। এ প্রকল্পের অধীন ২৪টি কমিটির ৯৬০জন সদস্যকে লিঙ্গ সমতা, মানবাধিকার, প্রাথমিক ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা এবং আয়মূখী কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো বস্তি বা বস্তি সংশ্লিষ্ট সাধারণ মানুষের জন্য সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যদিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। প্রশিক্ষণ ও কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে ২৪টি প্রশাসনিক ওয়ার্ডে ওয়ার্ড কমিটি ও একটি কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে তাদের অধিকার ও দায়িত্ব-কর্তব্যের বিষয়ে তথ্য দেওয়া এবং সক্ষমতা বৃদ্ধি করা। সরকারের সেবামূলক সংস্থাগুলো বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের সাথে সাধারণ উপকারভোগী মানুষের দুরত্ব লাঘব করে পরস্পরের অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতামূলক ও কার্যকরী সম্পর্ক তৈরি করা।

এছাড়া এ প্রকল্পের অধীনে ২৪টি কমিটির ৪৮০জন মহিলা সদস্যকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের কাজ চলছে। কমিউিনিটি ফোরামকে আরও গ্রহণযোগ্য, ভারসাম্যপূর্ণ ও এর কন্ঠস্বর শক্তিশালী করার জন্য সুশীল সমাজের কিছু সদস্য যেমন উন্নয়নকর্মী সংস্থা, স্থানীয় স্বনামধন্য ব্যক্তি, বস্তির নেতা, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম ও কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এ্যাডামস ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিজানুর রহমান রাজা। সভায় কেসিসি’র কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড কমিনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

১০ নং ওয়ার্ড যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রীতি সমাবেশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সময়ের খবর-এর মফস্বল সম্পাদকের সুস্থতা কামনা করেছেন এমইউজে ও বিএফইউজে

আইন-শৃঙ্খলা অবনতির দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।