সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে নগরের বাগমারা ব্যাংকাস ২ নং গলি থেকে তাদের আটক করে।

এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। বিকেলে সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. কুতুব উদ্দিন।

আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া মেইনরোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মো: সেলিম শেখের ছেলে আকাশ শেখ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেন, বুধবার ভোররাতে নগরীর বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছে থাকা বাটযুক্ত একটি ধারলো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো একটি রড উদ্ধার করে পুলিশ। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আগস্টের আগে খুলনায় যে উপদ্রব ছিল সেটি বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেক কমে গিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনে আওতায় আনা হয়েছে অনেক কিশোর গ্যাংয়ের সদস্যদের। কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে কিশোর গ্যাংয়ের উপদ্রব দুর করতে তিনি সকলের সহযোগিত কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহা: আহসান হাবিব ও খুলনা থানার অফিসার্স ইনচার্জ মুনীর উল গিয়াস।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নগরীর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকবে

খুলনা সাব- রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি করে হত্যা চেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।