সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবি উপাচার্যের সাথে মতবিনিময় কৃষি সচিবের | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে মতবিনিময় কৃষি সচিবের

খুলনায় সফররত কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ওয়াহিদা আক্তার এর সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ২৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে কৃষি সচিবকে ফুল ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন উপাচার্য। কৃষি সচিব পদে নিযুক্ত হওয়ায় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, একজন কৃষিবিদ হিসেবে সচিবের দায়িত্ব গ্রহণের পর কৃষি সেক্টরের অগ্রগতিতে তিনি অবদান রাখতে সক্ষম হবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে নবনিযুক্ত সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভুত পরিস্থিতিতে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হলেও তা এগিয়ে চলেছে। মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে নতুন অভিযাত্রা শুরু হলো। তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় আমাদের অগ্রগতি অব্যাহত রয়েছে। তবে কোনো কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্বের অভাবে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক সাফল্য ও সমৃদ্ধি নির্ভর করে যোগ্য নেতৃত্বের ওপর। খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে তিনি উপাচার্যের যোগ্য নেতৃত্বের প্রশংসা করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য হিসেবে আমি বিভিন্ন সভায় অংশগ্রহণমূলক আলোচনা, স্বচ্ছতা এবং নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুব ভালো করছে। তিনি আরও বলেন, পিএসসি সদস্য হিসেবে চাকরির অনেক ইন্টারভিউ বোর্ডে এখানকার গ্রাজুয়েটদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতার প্রমাণ পেয়েছি। তিনি উপকূলীয় অঞ্চলের কৃষি বৈচিত্র্য, জলবায়ুর প্রভাব এবং ফসল উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে গবেষণার আহ্বান জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন আয়োজিত একটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে যোগ দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই : জিয়াউর রহমান পাপুল

সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

খুলনায় জামায়াতের যুব বিভাগের ৪৬ দলীয় ক্রিকেট টর্ণামেন্টের উদ্বোধন

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।