জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জুলাই শহিদদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলের সম্মুখে বৃক্ষরোপণ করা হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
এ সময় সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দ ও শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।