সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির এইচআরএম ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু | চ্যানেল খুলনা

খুবির এইচআরএম ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুক্রবার (২০ জুন) শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এ লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ট্রেসার স্টাডির মাধ্যমে সকল অ্যালামনাইকে অন্তর্ভুক্ত করে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডাটাবেজ কেবল যোগাযোগ স্থাপনেই নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকল্পনায়ও কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের প্রাক্তন ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের বর্তমান ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রসেনজিৎ তরফদার। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশন গঠনের মিশন ও ভিশনসহ সামগ্রিক পথচলার চিত্র পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন সদস্য সচিব এহসানুল হক। সূচনা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম তাজ।

এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।