সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত

বিডিবিও-বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা আঞ্চলিক পর্ব ১৬ মে (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০টি জেলার ৪৫০ জন শিক্ষার্থী ওই উৎসবে অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার টিকিট পেয়েছে ১০০ জন শিক্ষার্থী।

সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এরপর চারুকলা স্কুলের আঙিনায় প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা খুঁজে নেয় অন্যরকম আনন্দ। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. কাজী মো. দিদারুল ইসলাম, প্রফেসর ড. মো. সাইফুজ্জামান এবং প্রফেসর ড. সাঈদা রেহানা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ‘জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। এ অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করেন ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থী মিজান মিয়ার তত্ত্বাবধানে বিজিই এবং ফার্মেসী ডিসিপ্লিনের মোট ৫৫ জন শিক্ষার্থী এনজাইম হিসেবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কাজ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে বৃক্ষরোপণ

এইচএসসিতে ভর্তির আবেদন শুরু জুলাইয়ের শেষে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।