সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

খুবিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে গত বছরে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ফরমাল অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মেহেদী হাসান ও ফারজানা জামান।

একাডেমিক/রিসার্চের ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন গণিত ডিসিপ্লিনের পুলক কুন্ডু, বিজিই ডিসিপ্লিনের কে এম সালিম আন্দালিব, ইসিই ডিসিপ্লিনের মাইনুল ইসলাম লাবিব, অর্থনীতি ডিসিপ্লিনের আশরাফুল ইসলাম, এমসিজে ডিসিপ্লিনের জান্নাতুল ফেরদৌস মীম ও আইন ডিসিপ্লিনের মাহবুবা সুলতানা। এক্সট্রা কারিকুলার ক্যাটাগরিতে তিনটি ইভেন্টে সম্মাননা পেয়েছেন ইসিই ডিসিপ্লিনের মাইনুল ইসলাম লাবিব, দুইটি ইভেন্টে সম্মাননা পেয়েছেন ইসিই ডিসিপ্লিনের মো. জহির রায়হান ও মো. রাশেদ জাওয়াদ খান। আরও সম্মাননা পেয়েছেন এমসিজে ডিসিপ্লিনের ইমন কাজী, পরিসংখ্যান ডিসিপ্লিনের জিএম রাকিব, এসডব্লিউই ডিসিপ্লিনের শিউলি চাকমা, ইংরেজি ডিসিপ্লিনের মো. সাইফুল হাসান রাকিব, বিজিই ডিসিপ্লিনের আরিফা আফরোজ রিমি, ডিএস ডিসিপ্লিনের আবু তাহের। ভলান্টারি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন পরিসংখ্যান ডিসিপ্লিনের মাহামুদুল হাসান, চিত্র প্রদর্শনী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের মো. সাইমুম ইসলাম রাফি ও শাফিন ইমতিয়াজ শিহাব। এক্সট্রা কারিকুলার ক্ষেত্রে আরও সম্মাননা পেয়েছেন বিএ ডিসিপ্লিনের নুসরাত জাহান ঋতু, শেখ মুহাম্মদ তাহমিদ, আসিফ মাহমুদ তুষার, গাজী মো. আশরাফ উদ্দিন দুর্জয়, ইসিই ডিসিপ্লিনের ওয়ালি উল্লাহ, এমসিজে ডিসিপ্লিনের সাদিয়া আফরিন।
সংগঠনসমূহের মধ্যে সম্মাননা পেয়েছে বাঁধন, ভৈরবী, খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, খুলনা ইউনিভার্সিটি ইনোভেশন ক্লাব, রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি এবং নৈয়ায়িক।

এদিকে চেতনা’৭১ আয়োজিত ৩৩ মিনিটে ৩৩ প্রশ্নে, ৩৩ বছরের খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্থাপত্য ডিসিপ্লিনের শাহরিয়ার হোসেন সৈকত, দ্বিতীয় স্থান এফএমআরটি ডিসিপ্লিনের আরিফুজ্জামান উজ্জ্বল, তৃতীয় স্থান ভাস্কর্য ডিসিপ্লিনের জাহিদুল ইসলাম। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. অনিক হাসান, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের তানভীর ইসলাম, তৃতীয় স্থান এইচআরএম ডিসিপ্লিনের নাঈমুল ইহসান। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত রিপোর্ট রাইটিং প্রতিযোগিতায় প্রথম স্থান এইচআরএম ডিসিপ্লিনের আবিদ হাসান, প্রথম রানার আপ রসায়ন ডিসিপ্লিনের তপন কুমার কুন্ডু, দ্বিতীয় রানার আপ ইংরেজি ডিসিপ্লিনের রেজওয়ান আহমেদ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে বৃক্ষরোপণ

এইচএসসিতে ভর্তির আবেদন শুরু জুলাইয়ের শেষে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।