
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আজ সোমবার (৩ নভেম্বর) ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস্’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতার কারণে অনলাইনের মাধ্যমে কর প্রদান করা এখন সহজ এবং এতে সময় সাশ্রয় হয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ব্যস্ত সময়ের মধ্যেও এই প্রশিক্ষণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কর প্রদানের প্রক্রিয়া সহজ হবে এবং সবাই সময়মতো কর প্রদানে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে করদাতাদের বিভ্রান্তি দূর হবে এবং নিজেরাই অনলাইনে কর প্রদান করতে সক্ষম হবেন। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার নেফাউল ইসলাম সরকার। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।


