
বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে নগরীর ফুল মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইফতেখার হোসেন বাবু এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
স্মরণসভায় বক্তারা মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জনগণের প্রতি তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক, যিনি আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন।
দোয়া মাহফিলে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ শেখ, মাসুদুল হক হারুন, মনিরুজ্জামান মনির, বাইজিদ হোসেন, নুর ইসলাম মোল্লা, মাস্টার রফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কিরণ, জিয়াউর রহমান আপন, আজমল আলি খান শাহীন, জামির হোসেন দিপু, আবুল কালাম আজাদ, আসিফ চৌধুরী, ইকবাল কবীর জিন্দেগি, আক্তার আহমেদ খসরু, রুহুল আমিন মনি, তহিদুল ইসলাম বাবু, আকবর হোসেন, আব্দুল গনি, শেখ মফিজুর রহমান, এনামুল কবীর বাবু, মোল্লা সেলিমুজ্জামান, খান সাব্বির উদ্দিন শাবু, রমজানুল মিঠু, মিরাজ আহমেদ, শেখ আবুল কাশেম, রমজান খলিফা, আরিফুর রহমান আরিফ, আজমল হোসেন মিঠু, হারুন রশিদ মাসুম, মোজাহিদুল ইসলাম টনি, নাজিমুদ্দিন, মুরাদ হোসেন, রুবেল আহমেদ, সালাউদ্দিন কালে, রিপন হোসেন, ফারুক হোসেন, সোনা হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


