
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খালিশপুর খাদিমুল মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি হাজী মুহাম্মাদ মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ শিমুল, মো. সৈয়েদ শাহজালাল রহমান, জি. এম. ইকরামুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. সিরাজুল ইসলাম, মো. বাবুল হোসেন, মো. শামিম ও আশা।
এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের উপস্থিতি।
বিএল কলেজ ছাত্রদলের হাসিবুর রহমান শোভন, রাহাত হোসেন, ইয়াসিন মোল্লা। মুহসিন কলেজছাত্রদলের সাব্বির হোসেন, সিয়াম হাসান নাজমুল, লিমন হোসেন। শহীদ জিয়া কলেজ ছাত্রদলের মো. আকাশ, পলাশ মল্লিক, সাগর হাওলাদার। খালিশপুর থানা ছাত্রদলের সিয়াম হোসেন, তানভির হাসান, মো. রতন, মো. মাসুদ। দৌলতপুর থানা ছাত্রদলের মো. আরাফাত হোসেন, সাব্বির হোসেন, তাহসান তাঈম, ফারদিন আহসানসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


