সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
খালিশপুর পিপলস পাঁচতলা কলোনীতে দুর্বৃত্তদের হামলায় আহত ৪ | চ্যানেল খুলনা

খালিশপুর পিপলস পাঁচতলা কলোনীতে দুর্বৃত্তদের হামলায় আহত ৪

জায়গা দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে দখলদারদের হামলায় চারজন আহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে খালিশপুর পিপলস পাঁচতলা কলোনীতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতরা হলেন হারুন (৬০), সোহাগ (৩৪), আঃ জলিল(৩৮) ও শাহা আলী( ৪০)। তাদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হয়।

ভুক্তভোগীরা জানান, পাঁচতলা কলোনীর ভিতরে ১নং বিল্ডিং-এর পিছনে লাল হাসপাতাল সড়কের পাশে কলোনীর দখলদার চক্রের হোতা সম্প্রতি ঘেরা দিয়ে তা দখল করে নেয়। ওই জমির পাশে থাকা এক নারীকে চাঁদা দেয়ার জন্য ওই হোতা চাপ সৃষ্টি করে। ২০ হাজার টাকা দিয়ে তার জায়গা দখল হবে না মর্মে জানায়। একই সাথে চাদার টাকা দিয়ে দ্রুত তার নর্মিাণ করার জন্য বলে। ঘর নর্মিাণ করলেই দখলকৃত জমিটুকু ওই ঘরের পিছনে পড়ে যাবে। এতে করে সচারচর সাধারণ মানুষের নজরে আসবে না।

এছাড়া মিলের জমি দখল করার প্রতিবাদ করায় দখলদাররা ওই চারজনকে মারধর করে আহত করে। দুর্বৃত্তরা প্রতিবাদকারীদের কিল ঘুশি আর লাথি চড় মারে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও দখলদার বাহিনীর হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

এর আগে ওই দখলদার ২নং বিল্ডিং-এর জায়গা দখল করতে গিয়ে বাধার মুখে পড়ে। এ সময় তারা জাকির নামের এক প্রতিবাদী ব্যক্তিকে মারধর করে আহত করে। ১১নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক সরদার আলী আহমেদ জানান, দখলের প্রতিবাদ করায় তারা নির্যাতনে শিকার হয়েছে বলে তিনি শুনেছেন, তবে বিষয়টি তিনি দেখছেন বলে জানান।

খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তার নেতৃত্বে পুলিশের একটি টিম যায়। পরিস্থিতি শান্ত করে। নাসিমা নামের একজন মহিলা হামলাকারীদের বিরুদ্ধে কথা বলে। তবে তাকে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলেই নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যগাঁথা কর্মময় জীবন

খুলনায় অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান

খুলনায় মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ডুমুরিয়ায় ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার আটক

পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড

সড়ক দুর্ঘটনার মামলা প্রত্যাহারের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।