খুলনার খালিশপুর থেকে খালিশপুর থানা পুলিশ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ট্যাংকলরী মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামী হাসিব শেখ (২০)কে গ্রেপ্তার করা হয়।
যানাযায়, আসামী আসামী হাসিব শেখ সােমে দৌলতপুর থানায় ১৩ সেপ্টেম্বর ২০১৯, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত।
পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আরো ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।