দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা মহানগর বিএনপির খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা মহানগর মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন। নোটিশপ্রাপ্তরা হলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য মো. সাহেদুজ্জামান জুম্মান।
মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানাতে বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার মধ্যে মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি মনিটরিং সেলের সুপারিশের ভিত্তিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন কারণদর্শানো নোটিশ করেছেন।
মিডিয়া সেল বিএনপির বরাত দিয়ে আরো জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে খুলনা মহানগর বিএনপি মনিটরিং কার্যক্রম আরও সক্রিয় করেছে।


