সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কয়রায় গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিতা নারীর পাশে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

আসামীরা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা

কয়রায় গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিতা নারীর পাশে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

সম্প্রতি খুলনা জেলার কয়রা উপজেলার গিলাবাড়ি এলাকায় সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় চিকিৎসাধীন ভিকটিম নারীকে অদ্য ১৬ জুলাই দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

নির্যাতিতা ঐ নারীর স্বামী হাসপাতালে উপস্থিত মানবাধিকার নেতৃবৃন্দকে বলেন, গত ১১ জুলাই পারিবারিক জমিজমা সংক্রান্ত ঘটনায় ভিকটিম নারীর চাচা, চাচাতো ভাইসহ ২৫-৩০ জন লোক তার বাবার জমিতে ঘর তুলতে আসে। এ সময় ঐ নারী তাদের বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাইয়েরা তাকে বাড়ির পাশের মেহেগিনি গাছে বেঁধে বিবস্ত্র করে মারধর করেন। সন্তানদের সামনে ঘন্টাব্যাপী ঐ নারীর ওপর তারা পাশবিক নির্যাতন চালায়। পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ গিয়ে নির্যাতিতা নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। ঘটনার ১ দিন পর ঐ নারীর জ্ঞান ফেরে। হাসপাতালের বিছানায় এখনো তিনি কাতরাচ্ছেন।

নির্যাতিতা নারীর স্বামী মানবাধিকার নেতৃবৃন্দকে আরও জানান, এ ঘটনায় ১৫ জুলাই ১৪ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে এবং ২ জন আসামী গ্রেপ্তার হয়েছে। অন্য আসামীরা গ্রেপ্তার না হওয়ায় মামলা উঠিয়ে নেয়ার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে। তাদের পরিবার এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং আসামীরা তাদের কলেজ পড়ুয়া ছেলের ক্ষতি করতে পারে বলেও আশংকা করছেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর পরামর্শক্রমে হাসপাতালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাসানুর রহমান তানজির।
এ সময় নেতৃবৃন্দ ভিকটিম নারীকে সংগঠনের তরফ থেকে চিকিৎসা ও আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সাথে মামলার অন্যান্য আসামীরা দ্রুত গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ার মধ্যদিয়ে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।