সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না | চ্যানেল খুলনা

ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম দেশের একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, একটি দল চাঁদাবাজি, দখলবাজি ও হত্যায় মেতে উঠেছে। মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ পিটিয়ে মেরে লাশের ওপর নৃত্য করে উল্লাস করছে। এজন্য জুলাই আন্দোলন করা হয়নি আপনারা যদি মনে করেন পুরাতন রাজনীতি করবেন সেটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। এখনো তাদের গর্জন রয়েছে।

তিনি বলেন, তারা ভেবেছিল দুই তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কেনার শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এখনো হয়নি।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্ত¡রের সামনে পথ এক সভায় দলের আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। এসময় দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, ডাঃ তাসনিম জারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ৫ আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম। ৫ আগস্ট আমরা বলেছিলাম আসেন জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর উর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে তারা সায় দেয়নি। তারা বলেছিল ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছিল ৯ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ার ছাড়া দেশ সংস্কারের কোন বিষয়ে তাদের কোন সমর্থন পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম আরো বলেন, আমরা বলেছিলাম দেশের মধ্যে শত্রæ তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী ভাগবাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি একবার দরজা বন্ধ হয়ে তাহলে জনগণ আপনাদের আর ক্ষমা করবে না।

তিনি বলেন, সাতক্ষীরার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। আপনারা উপকূলীয় এলাকার বাসিন্দা ঘূর্ণিঝড় ও নানা প্রতিকূলতার সাথে নিজেদের খাপখাইয়ে উপকূলকে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরা এখনো রেল লাইনের সুযোগ পাইনি। ৫৪ বছর হয়ে গেছে রেল সংযোগ এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমাদের জলবায়ু, সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হবে। উপকুলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে সুন্দরবনকে রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। সাতক্ষীরার মাটি ও মানুষের এবং উপকূল রক্ষার জন্য এনসিপি কাজ করবে।

আপনারা জাতীয় নাগরিক কমিটির সাথে থাকবেন উল্লেখ করে তিনি আরো বলেন, চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোন কারণ নেই। এই দেশের ছাত্র, তরুণ-জনতা ১৬ বছরের ফ্যাসিষ্ট স্বৈরাচার হাসিনাকে দিল্লী পাঠাতে পেরেছে। সেই দেশের ছাত্র- তরুণ কোন চাঁদাবাজকে ভয় পাবে না।

সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি নাহিদ ইসলাম আরো বলেন, নতুন করে প্রস্তুতি নিন, বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনকামের ভিত্তিতে বৈষম্যবিরোধী এবং দুর্নীতি বিরোধী হিসেবে গড়ে তুলতে হবে। যে কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল, তাদের সেই মর্যাদা আমাদের রাখতে হবে।

বক্তারা আরো বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা এখন সন্ত্রাস, চাাঁদাবাজি, হত্যা ও দখলদারিত্বে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তবে, আমরা তা হতে দেবো না।

পথসভার শেষ মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় নির্মূল কমিটি গঠন করুন। চাঁদাবাজদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। চাঁদাবাজদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিন।

পথসভার আগে সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা হাইস্কুলের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলেল শুভচ্ছো জানান, সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

অতিবৃষ্টিতে লোকসানের শঙ্কা, তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ

তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন

সুন্দরবনের চর দখল করে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট উচ্ছেদ

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

নেশাজনিত কারণে খুন যুবদল নেতা শামীম:আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।