সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কেপিআই অধ্যক্ষের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় | চ্যানেল খুলনা

কেপিআই অধ্যক্ষের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের (কেপিআই) ছাত্রাবাস দীর্ঘদিন বন্ধ থাকায় তা পুনরায় চালু ও ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম নিয়ে কেপিআই এর প্রাক্তন শিক্ষার্থী, আইডিইবি’র নেতৃবৃন্দ ও কেপিআই এর ছাত্র-শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের একটি বৃহৎ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে বর্তমানে চার হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে। অথচ দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আপাতত ছাত্রাবাসের ব্যবস্থা নেই। কেপিআইতে যে চারটি ছাত্রাবাস রয়েছে তা ২০০৯ সালের জুন মাস থেকে প্রায় ১৪ বছর ধরে বন্ধ। ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়ছে। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েই চলেছে।

এই সকল বিষয় তুলে ধরেন, খুলনা জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, ঢাকা জেলা আইডিইবি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ বরকত হোসেন, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা সভাপতি সোহেল হাসান রুমি, সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সভাপতি আশিকুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ নবাব, শাওন হোসেনসহ শিক্ষকবৃন্দ অন্যান্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।

মতবিনিময় কালে ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেষ পাল বলেন, ছাত্রাবাসগুলো দীর্ঘদিন ব্যবহার না করায় বেহাল রয়েছে। যার কারনে নতুন করে ছেলেদের জন্য ৫০০ সিটের দুটি এবং মেয়েদের জন্য ৪০০ সিটের একটি মোট ৩টি ছাত্রাবাস তৈরীর প্রস্তাবনা রয়েছে। কোভিড ১৯ এর কারনে কিছুটা থমকে গিয়েছিলো সকল চলমান কাজ। এখন আবার কলেজের নানামুখি উন্নয়ন কাজ চলছে। আশাবাদী এই ছাত্রাবাস সঙ্কটেরও সমাধান হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।