সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
কেএমএসএস খুলনা ডিআইসি’র আয়োজনে এইচআইভি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেএমএসএস খুলনা ডিআইসি’র আয়োজনে এইচআইভি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ বৃহস্পতিবার লাইট হাউস কনসোর্টিয়াম-এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি-এর অর্থায়নে হেলথ সার্ভিস প্রোভাইডার, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও রিপ্রেজেন্টেটিভদের নিয়ে কেএমএসএস-এর উদ্যোগে ১৪ শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে সকাল ০৯.৩০টায় এইচআইভি/এইডস প্রতিরোধ বিষয়ক সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়।
লনা জেলার সুযোগ্য সিভিল সার্জন
ডাঃ এ এস.এম.আব্দুর রাজ্জাক-এর সভা পতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবিদুল হক, সিনিয়র মনিটরিং এন্ড
ইভালুয়েশন অফিসার আইসিডিডিআর,বি মহাখালী ঢাকা।
খালিশপুর সাব ডিআইসি ইনচার্জ মোঃ রেজওয়ান কবির -এর পরিচালনায় সভায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আফরোজা আক্তার মঞ্জু, নির্বাহী পরিচালক, কেএমএসএস। কেএমএসএস, খুলনা ও খালিশপুর ডিআইসি’র কার্যক্রমের অগ্রগতি মাল্টিমিডিয়ার
মাধ্যমে উপস্থাপন করেন মোঃ বজলুর রহমান, ডিআইসি ম্যানেজার খুলনা। প্রধান অতিথি বলেন-আমি এমএসএম জনগোষ্টিকে খুব কাছ থেকে দেখেছি। এরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাই আমি সরকারী হাসপাতাল গুলোতে সিভিল সার্জন
মহোদয়ের নেতৃত্বে এমএসএম ও হিজড়াদের জন্য একটি স্বাস্থ্য কর্ণার করার জন্য দাবি জানান এবং সভাপতি মহোদয় এমএসএম ও হিজড়াদের মানবাধিকার ও নিরাপদ যৌনকাজ, এইচআইভি/এইডস্এর ঝুঁকি হ্রাসকরা, তাদের মানবাধিকার ও মর্যাদা’র বিষয় গুলি তুলে ধরেন। অতিথি বৃন্দ আরোবলেন- সমাজে অনেক লোক এখন ও এইচআইভি/এইডস্ধসঢ়;- এর ভয়াবহতা সম্পর্কে অবগত নয় বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান
এইচআইভি সংক্রমনের অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ন জনগোষ্টি এমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য বিকল্প কোন উৎস তৈরী করার জন্য আহবান জানানো হয়। সভায়
উপস্থিত ছিলেন ।
উক্ত অবহিতকরণ কর্মশালায় সার্বিক ভাবে সহযোগিতা করেন শুভ্র স্যান্নাল, মোঃ সোহানুর রহমান সবুজ, পিয়ার এডুকেটর এবং এ্যাসোসিয়েটগণ।– খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

চিংড়ি ঘেরে নতুন স্বপ্ন, মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন ডুমুরিয়ার নারীরা

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

ডুমুরিয়ায় তরমুজ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গবেষণার মাধ্যমে দক্ষতা, চিন্তাশক্তি ও ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।