সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় দেড় কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় দেড় কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে প্রায় দেড় কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জালাল গণি খান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান, চুয়াডাঙ্গাস্থ বিজিবি হাসপাতালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আহমেদ, যশোর রিজিয়নের লজিস্টিক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪৭ বিজিবির উপঅধিনায়ক মেজর আবু বিন ফয়সাল।

পরে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর সৈয়দ আবু হাসান, বিএসবির কমান্ডার মেজর মামুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন প্রমুখের উপস্থিতিতে ১ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৪৫০ টাকার মাদক ধ্বংস করা হয়।

এ দিন ৪৭ বিজিবির আটককৃত ৫ হাজার ৯০৭ বোতল মদ, ৫ হাজার ৭৫ বোতল ফেনসিডিল, ৩৯২ কেজি গাঁজা, ৪৯ হাজার ৪ প্যাকেট ‘পাতার বিড়ি’, ৪৬ পিস ইয়াবা, ৩৭ বোতল বিষ ও বিভিন্ন প্রকার ১৬ হাজার ২০ পিস ট্যাবলেট ধ্বংস করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।