বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম ও এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.শামীম হোসেনকে উপদেষ্টা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সাংবাদিক সমিতি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. বি এম ইকরামুল হক ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কার্যনির্বাহীর কমিটির সদস্যরা হলেনঃ
সভাপতিঃ তানভীর আহমেদ (সিএসই ২০) ক্যাম্পাস রিপোর্ট ২৪ ডট কম ও সময় জার্নাল, সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ (ইইই ২১) দৈনিক কালের সমাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবাবা তাসনীম (এমটিই ২০) খুলনা প্রতিদিন, অর্থ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম (এলই ২২) কালবেলা, স্বদেশ প্রতিদিন, দপ্তর সম্পাদক শাকিবুল হাসান (ইএসই ২২) ডেইলী ক্যাম্পাস।
কার্যনির্বাহী সদস্যরা হলেনঃ মোঃ সাজিদুল ইসলাম (এমএসই ২২) কালের কন্ঠ বাংলার রং, বাংলাদেশ গার্ডিয়ান, তাইফুর রহমান ভূঁইয়া (ইইই২২) ঢাকা ভয়েস ২৪ ডটকম, লোশিন ফারজানা রিফা (ইইই ২২) প্রজন্ম নিউজ।