
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ লিটুর বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটরসাইকেলে করে এসে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়।
এর মাঝে কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে প্রধান ফটকের ওপর দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা প্রধান ফটকের পাশে থাকা বাতিতে আঘাত করে এবং সিসি টিভি ক্যামেরা বরাবর গুলি করে। এ সময় দুইজন পথচারীকে দ্রুত ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। গুলি ছোঁড়ার পর পরই দ্রুত স্থান ত্যাগ করে।
দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্ৰেপ্তারে অভিযান শুরু হয়েছে।


