
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদেরর সাধারণ সভা বুধবার (২৮ জানুয়ারি) স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল ফকির, সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এম এম রবিউল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ আযম, সদস্য জি. এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সাদেক হোসেন প্রামানিক।
এসময় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর উপদেষ্টা হিসেবে ডাঃ মোঃ জসিম উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, শেখ আবু হায়াত এর নাম ঘোষণা করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ এর চাকুরী হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভায় কর্মকর্তাদের অধিকার আদায়ে সংগঠনের বলিষ্ঠ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তাদের যেকোনো যৌক্তিক দাবি ও পেশাগত সমস্যা সমাধানে এসোসিয়েশন সর্বদা আন্তরিক ভাবে কাজ করে যাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন এবং কুয়েট, দেশ ও জাতির কল্যাণে দোয়া করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


