সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি | চ্যানেল খুলনা

কুয়েটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ৯-৩০ ঘটিকা হতে দুপুর ১২-৩০ ঘটিকা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২-৪৫ ঘটিকা থেকে দুপুর ১-৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২,০০০ (বারো হাজার) পরীক্ষার্থী অংশগ্রহনের সুযোগ পাবে। আগামী ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি. হতে ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি. এর মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি. টাকা জমা দেয়ার শেষ সময় (১ম ধাপ, আবেদনপত্র যাচাই ও বাছাই এর জন্য)। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর এবং টাকা জমা দেয়ার শেষ সময় (২য় ধাপ, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য) ৩০ ডিসেম্বর ২০২৫, প্রবেশপত্র ডাউনলোড শুরু ০৫ জানুয়ারি, ২০২৬, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা ০১ ফেব্রæয়ারি, ২০২৬ ইং, রবিবার। ৩ ঘন্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ডীন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একাডেমিক কাউন্সিলের গত ২৪/১১/২০২৫ খ্রি. অনুষ্ঠিত ১১৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuet.ac.bd তে পাওয়া যাবে। অনলাইন ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোন সমস্যায় ০১৭৯৯২৭৩৬৫৫/০১৭১৪০৮৭২৮৪/০১৭১৪০৮৭৩৩৯ নম্বরে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯-০০ থেকে বিকাল ৫-০০টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে admission@kuet.ac.bd -তে ই-মেইল করা যাবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া

বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুমেক হাসপাতালে দোয়া

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

কুয়েটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি

প্লাটিনাম জয়ন্তীতে মোংলা বন্দর: জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা ও সম্মাননা প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।