সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েটে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মরত নিরাপত্তা গার্ডদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষতা বজায় রাখার অন্যতম পূর্বশর্ত হলো নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস। আপনাদের নিষ্ঠা এবং সতর্ক অবস্থানের উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সম্পদের নিরাপত্তা নির্ভর করে।”

তিনি আরও বলেন, “আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা গার্ডদের প্রতিনিয়ত দক্ষ হতে হবে। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে”। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে কারিগরি ও তাত্তি¡ক সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। রিসোর্স পার্সনগণ নিরাপত্তা গার্ডদের নৈতিক দায়িত্ব, শৃঙ্খলা, এবং জরুরি অবস্থায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল নিরাপত্তা গার্ডবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও সুসংহত হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কল্যাণমুখী রাষ্ট্রে নেতৃত্ব দেবেন তারেক রহমান- মঞ্জু

খুবি উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

ডুমুরিয়া ও ফুলতলায় ওয়ার্ড প্রতিনিধি সভায় গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।