
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শ্রী পঞ্চমী তিথিতে কুয়েট কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। কুয়েট পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ পূজায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্বেতবসনা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। পূজা উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিমা আনয়ন করা হয়।
শুক্রবার সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়। পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


